শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

‘ঘরবাড়ি ফালাইয়া আইছি বানের জলে, খাওন যায় না পেটে’

‘দেখতে দেখতে বাইত পানি উইঠা গেল। ঘরের জিনিসপত্র কোনোরহমে চকির উফরে থুইয়া জীবন বাঁচাইতে এইখানে আইয়া আশ্রয় লইছি। বাড়ির চিন্তায় ঘুমে ধরে না। আউজগা আটটা দিন পরের বাড়ি পরের ঘর আমার ঘুমে ধরে না, ঘুম নাই। এহানে তিনবেলা খাওন দেয়। ঘরবাড়ি বানের জলে ফালাইয়া আইছি, আশ্রয়কেন্দ্রের এই খাওন যায় না পেটে।’ আবেগজড়িত কণ্ঠে কথাগুলো বলেন, […]

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:৫৮

‘দেখতে দেখতে বাইত পানি উইঠা গেল। ঘরের জিনিসপত্র কোনোরহমে চকির উফরে থুইয়া জীবন বাঁচাইতে এইখানে আইয়া আশ্রয় লইছি। বাড়ির চিন্তায় ঘুমে ধরে না। আউজগা আটটা দিন পরের বাড়ি পরের ঘর আমার ঘুমে ধরে না, ঘুম নাই। এহানে তিনবেলা খাওন দেয়। ঘরবাড়ি বানের জলে ফালাইয়া আইছি, আশ্রয়কেন্দ্রের এই খাওন যায় না পেটে।’

আবেগজড়িত কণ্ঠে কথাগুলো বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসি বৃদ্ধা মাফিয়া বেগম।

মাফিয়া বেগম (৭০) পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার জগতপুর এলাকার মৃত আবিদ আলী মুহুরির স্ত্রী।

মাফিয়া বেগম বলেন, ‘বন্যার জলে ক্ষেতের ফসল নষ্ট অইয়া গেছে। ঘরের তুলি হমান পানি। পোলাপাইনদেরও এহন কাজবাজ নাই। এহান থাইক্কা ফিরা বাড়ি গিয়া খায়াম কি? আমরার তো সব শেষ হইয়া গেল। বন্যার পানি নাইম্মা গেলে ক্ষতি হওয়া ঘরবাড়ি ঠিক করাম কেমনে? কে আমরারে সাহাইয্য করব? আল্লায় কেন আমরারে এই বিপদ দিল?’

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে সরেজমিনে দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মাফিয়া বেগমের মতো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বানভাসি কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কেউই মনের দিক থেকে ভালো নেই। সময়মতো তিন বেলা খাবার আর শোবার জায়গা পেলেও তাদের মন যেন পড়ে আছে বাড়িতে। কখন বন্যার পানি সরে যাবে আর কখন তারা নিজের ঠিকানায় ফিরে যাবেন সে চিন্তায় পড়ে থাকেন। একেকটা দিন তাদের কাছে যেন অনেক দীর্ঘ। সময় যেন ফুরাচ্ছে না তাদের। একইসঙ্গে বন্যা-পরবর্তী সময়ের কথা ভেবেও চিন্তামগ্ন হয়ে একা একা বসে থাকতে দেখা গেছে অনেক বানভাসি মানুষকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম  বলেন, গোমতী নদী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে এ উপজেলা প্লাবিত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই পুনর্বাসন করা হবে। তবে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। সরকার অচিরেই হয়তো আমাদের সার্কুলারের মাধ্যমে জানাবে, এটা নিশ্চিত।

 

সারাদেশ

১৬ বছর চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন […]

ফারজিন লিটু

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৬

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন ডেভিল হান্ট শুরু।

এই অপারেশনের নেতৃত্বে রয়েছেন ১৬ বছর চাকুরিচ্যুত থাকার পর চাকরি ফিরে পাওয়া এক পুলিশ কর্মকর্তা।

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।