মোঃ সাব্বির হোসেন লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট শহরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে চুরির অভিযোগে ২২ নারীসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা পর্যন্ত মুঠোফোন ও স্বর্ণালংকার চুরি ও হারানোর ঘটনায় আটটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পুলিশ জানায়, সংখ্যা আরও বাড়তে পারে।
লালমনিরহাট সদর থানার ওসি মো. নুরনবী জানান, স্টেডিয়ামে নারীদের মধ্যে চুরির ঘটনা বেশি ঘটেছে। আজহারীর মাহফিল উপলক্ষে কয়েক লাখ লোকের সমাগমে পুলিশ তৎপর ছিল, কিন্তু ভিড়ের সুযোগে চুরি হয়েছে।
‘ইসলামিক সোসাইটি’ রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এ মাহফিলের আয়োজন করে। প্রধান বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনানোর জন্য তিনটি পৃথক জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা ছিল। লালমনিরহাট স্টেডিয়াম, কালেক্টরেট মাঠ ও রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, যেখানে চুরি ও হারানোর ঘটনা ঘটে।
মাহফিলের আয়োজক ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ জানান, ভিড়ের সুযোগে এক বা একাধিক চক্র চুরিসহ অপরাধ করেছে। সদর থানার পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে।