নজরুল ইসলাম, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে মেঘনা নদীতে জলদস্যুতা এবং চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে লালমোহন থানা পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে বরিশাল রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এ অভিযান চালানো হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুদ হাওলাদার এবং থানার এসআই-এএসআই সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নদীতে জলদস্যুতা, ডাকাতি এবং জেলেদের নিকট চাঁদাবাজিসহ নৌপথের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড দমনের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, নৌপথে সাধারণ মানুষ ও জেলেদের নিরাপত্তাসহ সকল ধরেন অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।