নূরুল আলম কামাল নেত্রকোনা প্রতিনিধিঃ
”মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় অসহায় শীতার্থ ৫শত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল তিনটায় উপজেলার চিরাম ইউনিয়নের গ্রামের উচ্চ বিদ্যালয়ে রোটারীয় ক্লাব অফ ময়মনসিংহ আরোরা এর উদ্যোগে এসব সিদ্ধ বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারীয় ক্লাব অফ ময়মনসিংহ অরোরা’র প্রেসিডেন্ট মো. কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর উপ রেজিস্টার ডঃ এ কে এম মাহবুর রশিদ গোলাপ।
অতিথী হিসেবে বক্তব্য রাখেন, রোটারিয়ান মাহমুদুল হক খান, মজিবুল হক মামুন, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এম মোখলেছুর রহমান খান ও চিরাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা নিয়ে গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রোটারীয় ক্লাব অফ ময়মনসিংহ অরোরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। এর আগে বন্যা কবলিত এলাকার লোকজনের মাঝে খাবার বিতরণ করেছিল। আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের অসহায় হতদরিদ্রদের জন্য স্যানিটেশন ও সুপেয় পানি নিশ্চিতকরণ প্রকল্পের কাজ করবে বলে আশা প্রকাশ করেন।