মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি) :
ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপর হামলার মামলার আসামি, পেশাদার অপরাধী মহিউদ্দিন ওরফে ডাকাত মহিউদ্দিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
মহিউদ্দিন ফতুল্লা থানার শিয়াচর লালখা এলাকার মৃত গিয়াসউদ্দিনের পুত্র। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে, ডাকাত মহিউদ্দিন এলাকায় মাদক ব্যবসা ও অপরাধ কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি শিয়াচর লালখা, স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় মাদকের বিশাল সম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং তার সহযোগী ছিল অন্যান্য অপরাধী।
মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, সিয়াম হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের পৃষ্ঠপোষকতায় এলাকায় অপরাধ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত মহিউদ্দিনকে সিয়াম হত্যা মামলায় শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে, যার মধ্যে ডাকাতি, মাদক ব্যবসা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।