পিরোজপুরের শংকরপাশা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস মোল্লাবাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন শংকরপাশা এলাকার রিয়াদ কাজী (২২) এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট এলাকার শাহিন (৩২)। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি মঠবাড়িয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপাশে থাকা রিয়াদ ও শাহিনকে চাপা দেয়। রিয়াদ ঘটনাস্থলেই মারা যান। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ইশিতা সাধক বলেন, “দুজনের একজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। আহত ব্যক্তির চিকিৎসা চলছে।”
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।