মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায় মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মো: আলামিন মড়লের মেয়ে আছিয়ার আক্তার ( ১৯) সাথে একই উপজেলার যশলং ইউনিয়নের পুড়া গ্রামের আসলাম বকাউলের ছেলে সালাউদ্দিন বকাউলের সাথে পারিবারিক ভাবে এক বছর পূর্বে বিয়ে হয়।বিয়ের পর থেকে গৃহবধূ আছিয়ার উপর নির্যাতন করে আসছে শশুড় বাড়ীর লোকজন ।
গৃহবধূ আছিয়ার বাবা আলামিন মড়ল জানান, আমার মেয়ে আছিয়াকে তার শশুড় বাড়ী থেকে এক মাস পূর্বে আমাদের বাড়ীতে নিয়ে আসি।মেয়ে আছিয়াকে আমাদের বাড়ীতে নিয়ে আসার পর থেকে জামাই সালাউদ্দিন বকাউল প্রতিনিয়ত আমাদের বাড়ীতে আসতো।১৫ই জানুয়ারী বুধবার সকালে জামাই সালাউদ্দিন বাকাউল আমাদের বাড়ী থেকে সকালে চলে যায়।আছিয়ার স্বামী চলে যাওয়ার পর ওই দিন বিকাল ৪টার সময় আমাদের নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?