নীলফামারীতে স্ত্রীর দেরিতে ভাত দেওয়ায় স্বামীর তালার আঘাতে দিনা আক্তার (২৪) নামে এক সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে।দিনা আক্তার একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মামুনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হোসেন দুপুরে স্ত্রীর কাছে ভাত চায়। কিন্তু দিনার হাতের কাজ শেষ করে স্বামীকে ভাত দিতে দেরি হয়। এতে ক্ষিপ্ত স্বামী তালা দিয়ে স্ত্রীর ঘাড়ে আঘাত করে। এ সময় গুরুতর আহত অবস্থায় দিনা আক্তারকে তার স্বামী প্রথমে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাকে রংপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। তার অবস্থার অবনতি দেখে মামুন দিনাকে বাড়িতে নিয়ে উঠানে রেখে পালিয়ে যান।
দিনার বড় ভাই মিনার হোসেন জানান, ‘দুপুর ১ টায় বোনের শ্বশুরবাড়ির এলাকার লোকজনের মাধ্যমে খবর পাই ছোট বোনের মাথায় আঘাত লেগেছে আমরা সেখানে দ্রুত চলে আসি। দেখি দিনার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান , খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।