দেশের উত্তরাঞ্চলের অন্যতম শীত প্রধান অঞ্চল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা। এই অঞ্চলে শীতের প্রকোপ অনেক বেশি, বিশেষ করে মঙ্গাপ্রবণ এলাকায় কর্মসংস্থানের অভাবে দরিদ্র মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। শীতকালের তীব্র ঠান্ডায় মানুষের দুঃখ কষ্ট বেড়ে গেছে। এই কঠিন সময়ে, মেসার্স করিম চাল কলের উদ্যোগে শীতার্ত জনগণ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার মেসার্স করিম চাল কল এলাকার শীতার্ত জনগণ এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মহতী উদ্যোগে এলাকার চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রম দরিদ্র মানুষের কষ্ট লাঘব করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
হাতীবান্ধা উপজেলার প্রায় ৮০ শতাংশ মানুষ কৃষিজীবী। শীতকালের তীব্র ঠান্ডায় তাদের দুঃখ কষ্টের সীমা থাকে না। কর্মসংস্থানের অভাবে দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ায় শীতবস্ত্র বিতরণের প্রয়োজনীয়তা এখানে অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে করিম চাল কলের উদ্যোগ এলাকার দরিদ্র মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও এই উদ্যোগে বিশেষ সুবিধা পেয়েছে।
শীতবস্ত্র পেয়ে এলাকার মানুষ অত্যন্ত খুশি। তারা করিম চাল কলের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন। শীতবস্ত্র বিতরণের ফলে শীতার্ত মানুষের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। করিম চাল কলের এই উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
মেসার্স করিম চাল কল শুধুমাত্র শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নেই। তারা নিয়মিতভাবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা, বন্যা ও দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা সহায়তা এবং অন্যান্য সামাজিক ও মানবিক উদ্যোগ।
মেসার্স করিম চাল কল ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য হলো এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করা এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখা।
মেসার্স করিম চাল কল এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল করিম (মিল মালিক সভাপতি, হাতীবান্ধা) তার সাথে কথা বললে তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের এই স্বল্প আয়োজন। আমরা চেষ্টা করি ঈদ, শীত, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা এলাকার অন্য কোন বিশেষ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় মেসার্স করিম চাল কলের শীতবস্ত্র বিতরণের এই মহতী উদ্যোগটি স্থানীয় দরিদ্র মানুষের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে। এই ধরনের উদ্যোগ সমাজে দারিদ্র্য নিরসনে এবং মানুষের কষ্ট লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। করিম চাল কলের এই মহৎ উদ্যোগ সমাজের অন্য প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে।