মুন্সীগঞ্জ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপিকে দোষারোপ করতে বারণ করায় এক তরুণের ছুরিকঘাতে আহত হয়েছেন ২ জন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের উপকণ্ঠ নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থানে প্রত্যদর্শীরা জানান, নয়াগাঁও এলাকার শরীফ হোসেনের দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি নিয়ে বিএনপির ওপর দোষ দিয়ে কথা বলছিল। এতে মৃদুলের বাবার বন্ধু মোবারক হাজারী ও মুদি দোকানী শরীফ তাকে এসব কথাবার্তা বলতে বারণ করে। পরে মৃদুল এ নিয়ে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
ছুরিকাহত শরীফ হোসেনকে (৩২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারীকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।
তাৎক্ষণিক মৃদুলের এ ঘটনাটি তার বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরীফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে ওঠে মৃদুল। একপর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
অভিযুক্ত মৃদুল দেওয়ান শহরের ইদ্রাকপুর এলাকার টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক ও শরীফ মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম পিপিএম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’