নাটোরের নলডাঙ্গায় ইটবাহী ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নাটোর নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকার মসজিদ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তি ইট বহনকারী ট্রলির ড্রাইভার মোঃ রাজিব, বয়স(আনুমানিক ৩০) তিনি নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাটপাড় এলাকার ,মোঃ আঃ রাজ্জাকের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ১১ই জানুয়ারী শনিবার সকাল আনুমানিক ৮ ঘটিকায় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস মনোয়ার পরিবহন ও পাওয়ার ট্রিলারের তৈরি ইট বহনকারী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় স্থানীয় লোকজন, ট্রলির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার হয়,পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দূর্ঘটনায় কবলিত মনোয়ার নামের যাত্রীবাহী বাস ও ট্রলি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।