মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চরম উত্তেজনার মধ্যে উত্তপ্ত সীমান্ত,বিজিবির হুংকারে ভারতের কাঁটাতার বেড়া নির্মাণ বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১১ জানুয়ারী ২০২৫, ১৮:৫০

চরম উত্তেজনার মধ্যে উত্তপ্ত সীমান্ত,বিজিবির হুংকারে ভারতের কাঁটাতার বেড়া নির্মাণ বন্ধ

উত্তেজনা প্রশমনে বাংলাদেশ-ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। ওইদিন পতাকা বৈঠকের পর নির্মাণকাজ ফের বন্ধ করা হয়।

এরপর এটি আর শুরু হয়নি।বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক সিনিয়র কর্মকর্তা বলেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়। তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে। তবে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করছি না।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৫০ শতাংশে কোনো বেড়া নেই। এরমধ্যে মালদার ১৭২ কিলোমিটার সীমান্তের ২৭ কিলোমিটার বেড়াবিহীন।

এ সম্পর্কিত আরো খবর