মোঃ আসমত উল্লাহ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ভরতপুর গ্রামে শুক্রবার দুপুরে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের শীতবস্ত্র ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভ্যালেরী অ্যান টেইলর, প্রতিষ্ঠাতা পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সি আর পি) ঢাকা। উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শফিউল্লাহ ইনচার্জ সমাজকল্যাণ বিভাগ সি আর পি হাসপাতাল, প্রকৌশলী আবুল কালাম আজাদ সাবেক ব্যবস্থাপক সারাধন বীমা কর্পোরেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডিসি ডাঃ মোক্তার হোসেন, বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক রবিউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মু.অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। প্রধান অতিথি ও প্রধান বক্তা সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ করেন।
এসময়ে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর কবির মানিক, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানা, সমাজসেবা ও পাঠাগার সম্পাদক আসমত উল্লাহ, আইনবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাজন, সেচ্ছাসেবক গাজী মকলেছ, মাউথ পিন্টার ইব্রাহীম মল্লিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।