মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কালীগঞ্জে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাওয়ার অপরাধে ৭ জন অর্থদণ্ড       

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ২৩:১৩

কালীগঞ্জে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাওয়ার অপরাধে ৭ জন অর্থদণ্ড       
মোঃ ওমর আলী মোল্যা (গাজীপুর প্রতিনিধি):
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমির মাটি রাতের আঁধারে লুট করে নিয়ে যাওয়ার অপরাধে ৭টি ড্রাম ট্রাক সহ তার চালককে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মুক্তারপুরের ধনপুর থেকে ১টি এবং বাহাদুরসাদীর দক্ষিণবাগ এলাকা থেকে ৬টি মাটি ভর্তি ড্রাম ট্রাক আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার দক্ষিণবাগ এলাকার মাহফুজ ও রাব্বি, রাজধানী ঢাকার ধামরাইল এলাকার হাশেম, রবি, রাজু ও হাসান এবং উপজেলার পৌরসভার মুনসেফপুর এলাকার দেলোয়ার হোসেন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ পৃথক মামলায় আটককৃতদের মোট ২ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির মাটি লুট করে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা স্থানীয়দের সচেতনতার পাশাপাশি আইনী প্রক্রিয়ার মাধ্যমে এই মাটি খেকোদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।
আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামিদের আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। কৃষি জমি রক্ষায় এদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন, মো. আলামিন।

এ সম্পর্কিত আরো খবর