বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সোনারগাঁয়ে নারীসহ দুই মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ২১:২১

সোনারগাঁয়ে নারীসহ দুই মাদক কারবারি আটক

মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি) : 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করে সোনারগাঁ থানা পুলিশ। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

আটক হওয়া মাদক কারবারিরা হলেন: কক্সবাজার জেলার টেকনাফ থানার দেলপাড়া এলাকার নুরুল হকের স্ত্রী সলেমা খাতুন (৪০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে আলি আকবর (৫৫)।

পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজার সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশির সময় সলেমা খাতুনের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং আলি আকবরের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ সম্পর্কিত আরো খবর