বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে স্নাইপারের বন্দুকের গুলিতে মারাত্মক আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাওসার আলম সাগর। তাকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
আহমাদুল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি তার কাছে আড়াই লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। এ সময় সাগরের সুস্থতা কামনায় দোয়া করেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখারপুলে স্নাইপারের গুলিতে মারাত্মকভাবে আহত হন কাওসার আলম সাগর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।