মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ জানুয়ারী ২০২৫, ২১:৫২

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
মেহেরপুর প্রতিনিধি 
মেহেরপুরের আকুবপুরে মোটরসাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত :
মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০) নামের দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
আজ বুধবার বিকেলে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে এবং আব্দুল্লাহআলবাকিএকইগ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। অতি দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠের ভিতরে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস (যার নম্বর কক্সবাজার জ-০৪ ০০২১ ) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। ‌ গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে নিয়ে কুষ্টিয়া হাসপাতালে  যাওয়ার সময় মিরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে স্থানীয় লোকজন। তবে মোটরসাইকেলের দ্রুত গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গাংনী থানার  অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে নিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর