বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নরসিংদী স্টেশনের রেললাইনে পড়ে ছিল মৃত নবজাতক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ জানুয়ারী ২০২৫, ১৮:৫৫

নরসিংদী স্টেশনের রেললাইনে পড়ে ছিল মৃত নবজাতক
নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী রেল স্টেশনের লাইনে কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল মৃত নবজাতক । বুধবার (৮ জানুয়ারি) সকালে একটি মৃত নবজাতককে দেখে পুলিশে খবর দিলে রেলওয়ে পুলিশ এসে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাতে শিশুটিকে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় ফেলে রাখে যায়। পরবর্তীতে ভোরে স্টেশিনের যাত্রী ও স্থানীয়দের চোখে পড়ে বিষয়টি এবং তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে জন্মের পরপরই ফেলে দেওয়া হয়। তবে কারা বা কেন এই নির্মম কাজ করেছে, তা এখনো জানা যায়নি।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, অবৈধ ভাবে প্রেগন্যান্ট হয়ে সন্তান জন্ম দিয়ে এভাবে মানুষ ফেলে রেখে চলে যায়। এই ন্যাক্কারজনক ঘটনা অহরহ ঘটছে। এদের বিচার হওয়া উচিৎ।  শিশুটির প্রতি এমন অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২২ জানুয়ারী ২০২৫