শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

তালা বাজার বণিক সমিতির ১২ কর্মকর্তার একযোগে পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৬ জানুয়ারী ২০২৫, ১৮:০১

তালা বাজার বণিক সমিতির ১২ কর্মকর্তার একযোগে পদত্যাগ
শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি):
তালা বাজার বনিক সমিতির সভাপতি ও সম্পাদকের পর গতকাল ৫ জানুয়ারী কমিটির বাকি ১২জন কর্মকর্তা এবং সদস্য’র একযোগে উপজেলা নির্বাহী অফিসার’র নিকট পদত্যাগপত্র জমাদেন বলে জানা যায়। পদত্যাগ পত্র উল্লেখ করেন তালা বাজারের আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের এই পদত্যাগ। জানা যায় গত ডিসেম্বরের শেষের দিকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। এরপরই গতকাল ৫ জানুয়ারী  বাকি সদস্যরা পদত্যাগ করলেন।
যে ১২ জন পদত্যাগ কররেন, সিনিয়ার সহসভাপতি সরদার কবির আহমেদ, সহ সভাপতি আব্দুল হামিদ রানা,যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, কোষাধাক্ষ দীনবন্ধু দাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মহিবুল্লাহ, প্রচার সম্পাদক সাঈদ সম্রাট,নিরাপত্তা সম্পাদক সাকা পাড়,কার্যকরী সদস্য কাজী কামেল,ইউনুচ মোড়ল,ও মহিদুল মহালদার এনারা সকলেই একসাথে পদত্যাগ পত্রটি সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মোঃ রাসেল এর নিকট জমা দেন বলে জানা যায়।

এ সম্পর্কিত আরো খবর