শনিবার দুপুরে উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পাকুল্লা বাসস্ট্যান্ডে আদি টাঙ্গাইল পোড়াবাড়ি সুইটমিট এন্ড রেস্টুরেন্ট নামের একটি শোরুম উদ্বোধন করা হয়। পরে শোরুম পরিদর্শন করে মিস্টি খেয়ে মান চেক করেন।
শোরুমে চমচম, ল্যাংচা, বালিশ মিস্টি, স্পেশার সাদা, রাজভোগ, বেবি সুইটস, পানি তাওয়া, মালাইকারীসহ ২০ রকমের মিস্টি রয়েছে। উদ্বোধক শেষে ডিএ তায়েব টাঙ্গাইলের মিস্টির সুনাম করেন ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলী রাজ জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান ডিএ মতিন, চলচ্চিত্র প্রজযোক মাহবুবা শাহরিন, শিশু শিল্পী দেওয়ানজাদী তুসমি তায়েফ টুনটুটি, কবি গোপাল কর্মকার, ফিরোজ আলম মুক্তার, মাজেদ আল মামুন, হুমায়ুন কবির প্রতিষ্ঠানের স্বত্যাধিকারী সুজিত ঘোষ প্রমুখ। পরে পাকুল্যা বাজারে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় । এসময় অভিনেতা আলী রাজ, ডিএ তায়েবসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।