মনিরুল ইসলাম (নাটোর প্রতিনিধি):
নাটোরের সিংড়ায় মিথ্যা ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার এনায়েত করিম রাঙ্গার মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবিতে শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
এনায়েত করিম রাঙ্গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক জিয়া পরিষদের আহবায়ক ও ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক বলে জানা গেছে।
মানববন্ধনে ডাহিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মৃধা, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলী, স্থানীয় শিক্ষক শরিফুল ইসলাম, গ্রাম্য প্রধান রইচ উদ্দিন, বাহার উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার সহধর্মিণী উম্মে সালমা পাপিয়া, ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমা বেগম, ছাত্রদল নেতা রবিউল করিম, সাকিব হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তাছাড়া জুলাই-আগষ্ট বিপ্লবে নিজের জীবন বাজি রেখে ঢাকার সভা-সমাবেশে অংশগ্রহণ করেন। কিন্তু পারিবারিক বিরোধের জের ধরে আপন ভাতিজা ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাচা রাঙ্গাকে ঢাকার সূত্রাপুর ও বনানী থানায় তিনটি হত্যা মামলায় জড়িয়ে দেন।
ফয়সাল আহম্মেদ এর বাবা আবু জাহেল সিংড়া উপজেলা স্থানীয় আ’লীগের নেতা। বাবা ও ছেলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এর সাথে ঘনিষ্ট সখ্যতা গড়ে তোলে। সেই সুবাদে তারা বাবা ছেলে এলাকায় প্রভাব খাটিয়ে নিরিহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করতো বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর ঢাকার একটি হত্যা মামলায় রাঙ্গা কে নাটোরের সিংড়ায় বাশঁবাড়িয়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ। এদিকে পারিবারিক কলহের জেরে মিথ্যা মামলায় জড়িয়ে এনায়েত করিম রাঙ্গা কে গ্রেফতার করানো ছাত্রলীগ নেতা কথিত সমন্বয়ক পরিচয় দেয়া ফয়সাল আহম্মেদ এর বিচারের দাবি জানান মানববন্ধনে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের এলাকাবাসী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ।