শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভন্ড ভান্ডারি মাজারে কুরআন অবমাননা, মুসল্লিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৭

ভন্ড ভান্ডারি মাজারে কুরআন অবমাননা, মুসল্লিদের বিক্ষোভ

সজিব রেজা,দিনাজপুর প্রতিনিধি:

ভন্ড প্রতারক ভান্ডারিদের কুরআন অবমাননার  প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাণীগঞ্জ গুচ্ছগ্রাম তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) বাদ আছর ঘোড়াঘাট উপজেলার গুচ্ছগ্রাম হেলিপ্যাড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তাওহীদি জনতার বিক্ষোভ মিছিলটি গুচ্ছগ্রাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে মসজিদের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় শতশত ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভন্ড প্রতারক ভান্ডারিদের কুরআন অবমাননা করে কোটি কোটি মুসলমানদের মনে আঘাত দিয়েছে।তারা মাজারে ইসলাম বিরোধী কাজ পরিচালনা করে আসছে। কুরআন হচ্ছে মুসলমানদের ঈমানের একটা অংশ। এসব অপরাধীদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে সরকারের নিকট আহবান জানিয়েছেন বক্তারা।

এ সম্পর্কিত আরো খবর