রাঙামাটিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পাহাড়ের চূড়ায় অবস্থিত ইউপিডিএফ (মূল) এর দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে পাগলিছড়ি ও যমচুক এলাকায় তল্লাশি চালিয়ে ক্যাম্প দুটির অবস্থান চিহ্নিত করা হয়।
পাগলিছড়ি এলাকায় পাওয়া প্রশিক্ষণ ক্যাম্পটি পাহাড়ের চূড়ায় একটি বড় অঞ্চলজুড়ে বিস্তৃত। ক্যাম্পটিতে প্রশিক্ষণ মাঠ, পর্যবেক্ষণ চৌকি, বাসস্থান এবং চলাচলের রাস্তা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সন্ত্রাসীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। বিশেষ অভিযানের কারণে সন্ত্রাসীরা ক্যাম্পটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
অন্যদিকে, যমচুক এলাকায় পাওয়া ক্যাম্পেও প্রশিক্ষণের পাশাপাশি প্রতিরোধ ব্যবস্থা ছিল। ক্যাম্পটিতে সন্ত্রাসীদের অবস্থান রক্ষায় খননকৃত বাঙ্কার এবং উল্লেখযোগ্য সংখ্যক বসবাসের ব্যবস্থা পাওয়া গেছে।
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া তথ্য অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী জানিয়েছে, আঞ্চলিক সশস্ত্র দলগুলোর কার্যক্রম প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। এই অভিযানগুলো পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী তৎপরতায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।