নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ তানসেন আবেদীন
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদর জোন এক বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। বুধবার (১ জানুয়ারি) রাত ৭টা ২০ মিনিটে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত বিজয় (৩১) নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোখলেছুর রহমানের ছেলে।বর্তমানে ফতুল্লার আজমেরীবাগের বারোভিলা বিল্ডিং-এর অষ্টম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই অংকুর কুমার ভট্টাচার্য এবং এসআই রুবেল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বারোভিলা বিল্ডিং-এর পূর্ব পাশের ফ্ল্যাটে বিজয়ের শয়নকক্ষ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।”

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?