আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনী শহরের একটি বাসা থেকে জোহরা আক্তার টুনি (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফেনী থানা পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে শহরের ৯নং ওয়ার্ডের আবু লাইস লেনের সাহাবুদ্দিন ম্যানশনের পঞ্চম তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গৃহবধূর স্বামীর দাবি পরকীয়া ও ফেসবুকে আসক্ত হয়ে সে আত্মহত্যা করেছে। জোহরা আক্তার টুনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা ও ফেনী রেলওয়ের নৈশ প্রহরী ফজলুল হকের স্ত্রী।
নিহতের স্বামী ফজলুল হক বলেন, টুনি ফেসবুক ও পরকীয়া আসক্ত ছিল। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সে পরকীয়ার বিষয়টি তাকে জানিয়ে ক্ষমা চেয়েছিল।
ফেনী মডেল থানা উপপরিদর্শক হাসনাত আবদুল্লাহ চৌধুরী বলেন, শয়নকক্ষের খাটের উপর বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দুই পায়ের হাঁটু খাটে লাগানো থাকায় সন্দেহ হচ্ছে। তবে স্বামীর দাবি পরকীয়া ও ফেসবুকে আসক্ত ছিলো গৃহবধূ।
এসব দাবি উপেক্ষা করে নিহতের ভাই জামাল উদ্দিন বলেন, বিয়ের পর থেকে তাদের বিরোধ চলে আসছিলো। মৃত্যুর বিষয়টি পরিষ্কার। তবে তিন সন্তানের বিষয়টি আমাদের চিন্তা করতে হচ্ছে।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।