শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে তারুন্যের উৎসব পালিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৬

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে তারুন্যের উৎসব পালিত

নাটোর প্রতিনিধিঃ

আসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে নাটোরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার(৩০ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে শহরের ভবানীগন্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সহ সরকারি কর্মকর্তা ও ছাত্ররা।এ সময় বক্তারা বলেন, আগামীতে তারুণ্যে নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজ আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুন সমাজ। এজন্য তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জীবিত হয়ে এই উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারী’২০২৫ পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

এদিকে একই প্রতিপাদ্য নিয়ে নাটোরের অন্যান্য উপজেলাতেও এই তারুণ্যের উৎসব পালিত হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর