শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

১৪ বিজিপির আয়োজনে জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

১৪ বিজিপির আয়োজনে  জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছাইদুল ইসলাম,(নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার সাতানা ফুটবল মাঠে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির আয়োজনে এ জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. ইকবাল হোসেন পিবিজিএম।
এসময় সভায় বক্তব্য রাখেন, ১৪বিজিবি ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, কালুপাড়া কোম্পানি কমান্ডার শরিফুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, সাজেদুর রহমান, মোসা. রেবেকা পারভীন প্রমুখ।
মতবিনিময় সভায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে কাজ করে যাচ্ছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

এ সম্পর্কিত আরো খবর