শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
তালা সদর ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবঃসরপ্রাপ্ত সেনা ওয়ারেন্ট অফিসার গাজী আব্দুল জলিল সাহেবের সভাপতিত্বে সকাল ১১ টায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয়পার্টির প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্টিত হয়।উক্ত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি সভাপতি সাংবাদিক এম এম নজরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন জাতীয়পার্টির সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, বি,এম বাবলুর রহমান, মুহাঃ লিয়াকত আলী খাঁ, দপ্তর সম্পাদক মুহাঃ আব্দুল লতিফ, শেখ,মোঃ নূরুল আমিন বিশ্বাস,শ্রী পার্থ প্রতীপ মন্ডল, জাতীয় যুব সংহতী তালা উপজেলা সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলা সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, মোঃ রেজাউল ইসলাম সানা, মোঃ ফয়সাল হোসেন, প্রমুখ।
সভায় কেন্দ্রীয় জাতীয়পার্টির সিদ্ধান্ত মোতাবেক প্রতি জেলায় জাতীয়পার্টির প্রতিষ্টা বার্ষিকী পালন করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে জেলায় বিকাল ৪ টায় প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্টানে ইউনিয়ন কমিটির সভাপতি সাধারন সম্পাদক সহ সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দ কে অংশ গ্রহনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।