মোঃ জয়নাল আবেদিন জয়
বিভাগীয় ব্যুরো প্রধান,রাজশাহী
মহাসড়ক ব্যবহার ও দুর্ঘটনা প্রতিরোধে পবা হাইওয়ে থানার আয়োজনে পুঠিয়া ত্রিমোহনী বাজারে গণসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী পুঠিয়া অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
তিনি বলেন, পথসভায় মহাসড়কে দুর্ঘটনা, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও থ্রি হুইলার মালিক ও চালকরা মহাসড়ক এড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণ যানবাহনে উঠবেন না বলে একতত্বা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এস আই আঃ মান্নান,সার্জেন্ট সাগর আলী,পুঠিয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সহ আরো অনেকে