ছাইদুল ইসলাম (নওগাঁ) প্রতিনিধি
২৭/১২/২৪(শুক্রবার) ধামইরহাটে “মানবসেবা” থেকে প্রায় শতাধিক মিসকিন (ভিক্ষুকদের) মাঝে ৩৬ তম খাবারের আয়োজন ও স্বাধীনতা উদযাপন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
এবারের খাবারে ছিল উপজেলা প্রসাশন কৃর্তক সরবরাহকৃত সৌদি সরকারের দুম্বার গোস্ত। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো,মোস্তাফিজুর রহমান নিজে উপস্থিত থেকে মিসকিনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মানব সেবার অন্যতম উপদেষ্টা ধামইরহাটের কৃতি সন্তান মোঃ আবু হেনা মোস্তফা কামাল মহোদয় ভূমি আপিল বোর্ডের সচিব( অবসর)।
অনুষ্ঠান সম্পর্কে উপজেলা নির্বাহী আফসার জানান ধামইরহাটে এক অনন্য নজির স্থাপন করেছে ধামইরহাট অঞ্চল ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবসেবা”নামের এই সংগঠন। আমি উক্ত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি সমাজের বিত্তবানদের এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
নওগাঁর ধামইরহাটে সামাজিক এই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ এর সঙ্গে কথা হয় তার সংগঠন ‘মানবসেবা সম্পর্কে। রাসেল মাহমুদ জানায় ২০১৮ সালে কিছু বন্ধু-বান্ধব ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র পরিসরে শুরু করি আমাদের এই সংগঠন। সংগঠনের প্রথমে মূল মন্ত্র ছিল “অসহায় মানুষের সেবায় নিয়োজিত হবো আমরা সবাই”।
এরই ধারাবাহিকতায় আমাদের একটি সেবামূলক কাজ সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের ফকির মিসকিনদের প্রতি মাসে একবার করে ভালো খাবার আয়োজন করা।
গত শুক্রবার ধামইরহাটে “মানবসেবা” থেকে স্বাধীনতা উদযাপন উপলক্ষে প্রায় শতাধিক মিসকিন (ভিক্ষুকদের) মাঝে ৩৬ তম খাবারের আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। এবার অবশ্য আমরা মিসকিনদের খাওয়ানোর পাশাপাশি তাদেরকে নিয়ে স্বাধীনতা উদযাপন করেছি। মিসকিনরা বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেছেন। আমাদের বিশ্বাস স্বাধীনতা উদযাপন করা সবার অধিকার। তাদেরকে পুরস্কার দিতে পেরে আমরা খুব খুশি।
খেতে আসো জনৈক মিসকিন (ভিক্ষুক) এর সঙ্গে কথা হয়, তিনি জানান আমরা গরীব মানুষ গোস্ত কিনে খেতে পারি না, প্রতিমাসে মানব সেবার সুবাদে একবার হলেও ভালো খাবার পাই। আমরা মানব সেবার জন্য দোয়া করি, তাদের যেন ভালো হয়। আজকের দিনটি আমরা খুব মজা করে কাটিয়েছি, আমি পুরস্কার পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আজ নিজেকে মানুষ মনে হয়েছে। আমরা সকলে মিলে খেলাধুলায় অংশগ্রহণ করেছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মো,শরিফুল ইসলাম (পুতুল), সহকারী গ্রন্থাগারিক, জগদল আদিবাসী স্কুল কলেজ, মানব সংগঠনের অন্যান্য সদস্য সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।