আক্কাছ আলী (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয়দিন পর পুকুর থেকে অটোচালক আবুল হোসেনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়ী সংলগ্ন পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইযুম উদ্দীন চৌধুরী জানান, পারিবারিক সুত্রে জানা যায়,গত ছয় মাস ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবুল। গত রোববার সন্ধ্যায় হরপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরেনি সে। মরদেহ অনেকটা গলে গেছে, দেখে মনে হচ্ছে চারদিন আগের মরদেহ।
তিনি আরও বলেন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।