মোঃ জিয়াউল ফকির (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বলেশ্বর নদীর উপর নির্মিত জিয়ানগর সেতুর টোল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা সেতুর আল্লামা সাঈদীর নাম ফলক কালি দিয়ে মুছে ফেলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ সময় টোলপ্লাজার অফিস তল্লাশি করে পুলিশ ২টি ককটেল উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে টোল আদায় নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছিল। ওই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মীমাংসা করে দেয়। বৃহস্পতিবার রাতে হটাৎ করে দুর্বৃত্তরা আল্লাহ সাঈদীর নাম ফলকটি কালি দিয়ে মুছে ফেলে এ নিয়ে টোল প্লাজায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী জানান, নাম ফলক মুছে ফেলা এবং ককটেল উদ্ধারের ঘটনাটি ষড়যন্ত্রের অংশ। স্থানীয় টোলপ্লাজার কাছে বিএনপির একটি কর্মসূচি ছিল, যা বানচাল করার উদ্দেশ্যে এটি করা হতে পারে। আমি বিশ্বাস করি, জনগণ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে।
পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা জানান, স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র ও নাশকতার অংশ হিসেবে টোলপ্লাজায় ককটেল রাখা হয়েছে। জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। আমরা এই ষড়যন্ত্র প্রতিহত করবো এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করবো।
ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) হিলাল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। টোলপ্লাজা থেকে ককটেল উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?