ময়মনসিংহের তারাকান্দায় ড্রাম ট্রাক-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারাকান্দা-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সিএনজিটি ময়মনসিংহ পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৬ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় যেতেই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তার মারা যায়। স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, গুরুতর আহত ৪ জনকে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী আব্দুর রশিদ ও স্ত্রী বকুল বেগমকে মৃত্যুবরণ করে। অপর দুই জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মরদেহ দুটি আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঘটনাস্থলে দুইজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে।