কুমিল্লার মনোহরগঞ্জে নাথের পেটুয়া স্টেশন বাজারে দারুল আমান মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.সাইফুল্লাহ মুনির বলেছেন- মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ও দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নেই।
যতদিন পর্যন্ত আমরা এটা বুঝতে কষ্ট হবে, ততদিনই আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে পারব না। ইসলামী শিক্ষা মানুষকে নৈতিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে দেশে ইসলামী শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন -দারুল আমান মাদরাসা প্রতিষ্ঠার সাথে যাদের সম্পৃক্ততা দেখেছি, আমি আশা করছি খুব অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি বৃহত্তর নাথের পেটুয়া অঞ্চলের ইসলামি শিক্ষার প্রতিনিধিত্ব করবে।
তিনি বলেন -দারুল আমান মাদরাসা প্রতিষ্ঠার সাথে যাদের সম্পৃক্ততা দেখেছি, আমি আশা করছি খুব অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি বৃহত্তর নাথের পেটুয়া অঞ্চলের ইসলামি শিক্ষার প্রতিনিধিত্ব করবে।
এ সময় উপস্থিত ছিলেন দারুল আমান মাদ্রাসার সকল পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী- অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে দেশের খ্যাতিমান শিল্পীদের পরিচালনায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
দারুল আমান মাদরাসায় ২০২৪শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে-কেয়ারের পাশাপাশি , নুরানি, নাজেরা ও হিফজ বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে।