আক্কাছ আলী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন একনাম কীর্তন সংঘ ও নারায়ণ মন্দিরের জমি উদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান দখলবাজির বিরোধে সনাতন ধর্মাবলীরা জমিটি পুনরায় তাদের ধর্মীয় কার্যক্রমের জন্য ফিরে পায়।
জানা যায়, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির ০.৭৪ একর জমি সনাতন ধর্মাবলীরা লিজ নিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছিল। তবে, মন্দিরের কোষাধ্যক্ষ জয়দেব দত্তের হঠাৎ অনুপস্থিতির পর কিছু ব্যক্তি জমিটি নিজেদের দাবি করে দখলে নেয়। এ নিয়ে সনাতন ধর্মাবলীরা মানববন্ধন ও স্মারকলিপি দিলেও কোনো সমাধান পাননি।
গত ২১ ডিসেম্বর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সহায়তায় জমিটি পুনরায় মন্দির কর্তৃপক্ষের হাতে ফিরে আসে। মন্দির কমিটির সভাপতি মহাদেব গোপ বলেন, “উপজেলা বিএনপির সভাপতির সহযোগিতায় আমরা জমিটি ফিরে পেয়েছি।
অন্যদিকে, অভিযুক্তদের একজন মিলন শিকদার দাবি করেন, তারা জয়দেব দত্ত থেকে জমিটি কিনেছেন এবং এটি তাদের বৈধ সম্পত্তি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, তিনি নতুন যোগদান করেছেন এবং লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?