সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ফতুল্লায় ২০ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০২

ফতুল্লায় ২০ লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ তানসেন আবেদীন (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকায় পুলিশ ২০ লাখ টাকা মূল্যমানের ১ শত কেজি গাঁজাসহ মো. নিক্কন চাঁন ওরফে লিখন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নিক্কন চাঁন স্থানীয় মৃত দয়াল চাঁনের পুত্র।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ রনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে নয়ামাটিস্থ মার্কাজ মসজিদ সংলগ্ন নিক্কন চাঁনের বাড়ি থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ১ শত কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলেই নিক্কন চাঁনকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়। মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত নিক্কন চাঁনকে মঙ্গলবার দুপুরে আদালতে উপস্থাপন করা হয় এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর