মোঃ জিয়াউল ফকির-ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রী রাগ করে চলে যাওয়ায় স্বামী মো. রুমান হাওলাদার (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দক্ষিণ বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। রুমান ওই এলাকার রুস্তম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান,রুমান হাওলাদার মা কয়েক মাস আগে অসুস্থ হয়ে পড়েন। রোমানের স্ত্রী লিজা বেগম শাশুড়ীর দেখাশোনা করবেন না বলে তার বাবার বাড়ি চলে যায়। তারপর রোমান ছয়দিন আগে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে।
গতকাল রোববার সকালে রোমানের সঙ্গে রাগ করে স্ত্রী লিজা বেগম তার বাবার বাড়িতে চলে যায়। তখন স্ত্রী সঙ্গে অভিমান করে রোমান বিষ পান করেন। পরে তাকে উদ্ধার পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মারুফ হোসাইন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।