ছাইদুল ইসলাম
ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ)
ধামইরহাট প্রতিনিধি, (নওগঁ)। ২৩ডিসেম্বর (সোমবার) দুপুর ১টায় হরিতকী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে
ধামইরহাটের অঞ্চল ভিত্তিক উন্নয়নমূলক সংস্থা ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট ডিডিটি এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কার্য নির্বাহী কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মো, ফেরদৌস হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো, হারুন অর রশিদ। গঠনতন্ত্র অনুযায়ী মোট সাত সদস্য বিশিষ্টের কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে।
সরেজমিনি গিয়ে দেখা যায় ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট ডিডিটি নতুন কমিটি গঠনের জন্য ধামইরহাট ১ নং ইউনিয়নের হরিতকী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে দুপুর ১ টায় সমিতির প্রায় ৫০ জন সদস্যের উপস্থিতিতে সমিতির নির্বাচন কমিশনার মো,ওয়াজেদ আলী দেওয়ান সাবেক ইউপি চেয়ারম্যান ও সহযোগ কমিশনার মো, মোস্তাফিজুর রহমান তোতা এবং হাতেম আলীকে নিয়ে এক জমকল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
কার্য নির্বাহীর অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হায়দার আলী, কোষাধ্যক্ষ মো,আনোয়ার হোসেন দেওয়ান,কার্যকরী সদস্য মো, জাহাঙ্গীর আলম ও আলহাজ্ব মো,জোবেদুল আলম।
নির্বাচন কমিশনের প্রধান মোঃ ওয়াজে আলী দেওয়ান বলেন ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট গঠিত হয় ২০০৮ সালে এবং অদ্যাবধি এই সমতিটি মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আজ সেই ধারাকে গতিশীল করার জন্য নতুন কমিটি গঠন করা হলো। নতুন এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হবে। আমার বিশ্বাস তারা আমাদের উন্নয়নকে আরো বেগবান করবে।
ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট ডিডিটি এর নির্বাচন ও কমিটির সকল কার্যক্রম পরিচালনা এবং দেখভাল করার জন্য উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি খবির মাহাতো। তিনি বলেন ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট একটি সেবামূলক সমিতি। এটি গতিশীল বা চলমান থাকলে ধামইরহাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত থাকতে পারবে এবং সমাজ বি নির্মাণে ভূমিকা রাখতে পারবে। আমি এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
নব নির্বাচিত সভাপতি মো, ফেরদৌস হোসেন বলেন নতুন করে যে কমিটি নির্বাচিত হলো তারা এই সমিতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে বলে আমি আশাবাদী। সকলের সহযোগিতায় আমরা ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট কে সারাদেশের সাথে পরিচিত করব ইনশাল্লাহ।