কুড়িগ্রাম জেলার রৌমারী থানার পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ইং আনুমানিক দুপুর ০২.১০ ঘটিকার সময় রৌমারী থানাধীন উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড হতে মাদক পরিবহনের সময় ১৪ কেজি গাঁজা সহ ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকার মহিলা মাদক কারবারি মোছাঃ মনি আক্তার (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান,উক্ত বিষয়ে রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।