কুমিল্লার চৌদ্দগ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক আবুল হাসেমের নেতৃত্বে কয়েকজন যুবক মুক্তিযোদ্ধা কানুকে হেনস্তা করে এবং তাকে এলাকা ছাড়তে বাধ্য করে। তারা মুক্তিযোদ্ধাকে কুমিল্লা ছাড়া হওয়ার হুমকি দেয়।
মুক্তিযোদ্ধা কানু চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা এলাকার বাসিন্দা এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সাথে বিরোধের কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। স্থানীয়রা জানান, এই বিরোধের জেরেই তাকে হেনস্তা করা হয়েছে।
ঘটনার পর মুক্তিযোদ্ধা কানু সাংবাদিকদের জানান, তিনি কখনও তাদের ক্ষতি করেননি, তবে আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে ৮ বছর এলাকা ছাড়া ছিলেন। তিনি আরও বলেন, “বিচার কোথায় পাব? তারা জামায়াতের রাজনীতি করে, আর আমি আওয়ামী লীগ করি।
চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুক্তিযোদ্ধা কানুকে অভিযোগ দিতে বলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?