মোঃ জয়নাল আবেদিন জয়
বিভাগীয় ব্যুরো প্রধান,রাজশাহী
২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নে আগামী ২৮ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে দির্ঘ ৪৩বছর ধরে সাংবাদিকদের অধিকার আদায়ের সরকারী নিবন্ধিত সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা জাতীয় মহা-সমাবেশ সফল করতে সারাদেশ ব্যাপি সংগঠনের নেতৃবৃন্দরা সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সভা ও সম্মলন করে চলেছে।
এর অংশ হিসেবে ২২ডিসেম্বর রোববার বেলা ১২টার সময় রাজশাহী বিভাগীয় কার্যালয়ে জাতীয় আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার ফটো সাংবাদিক মো: আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও এশিয়ান টেলিভিষনের রাজশাহী ব্যুরো মো: আখতার রহমানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন প্রধান বক্তা সংগঠনের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এই রাজশাহী জলো কমিটির অনুমোদন দেন।
এ সময় মতবিনিময় সভায় সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ আতিকুর রহমান আজাদ, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, সহকারী মহাসচিব মোঃ সাজাদুর রহমান সাজু, রাজশাহী বিভাগীয়কিমিটির আহবায়ক মো: নুরে ইসলাম মিলন,রাজশাহী জেলা নব নির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক আকতার রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।