নীলফামারী প্রতিনিধি:
অসহায় ছিন্নমুল মানুষের রাতের একমাত্র ঠিকানা নীলফামারী রেলস্টেশনের প্ল্যাটফর্ম। নিরধিধায় বলা যায় তাদের ঘুমানোর স্থায়ী ঠিকানাই এটি।
কনকনে শীতে অন্যান্য দিনের মত ছিন্নমুল মানুষরা শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেও যে যার মত ঘুমিয়ে ছিলেন রেলস্টেশনের প্ল্যাটফর্মে।
সবার অজান্তে রাত ১১টার দিকে হঠাৎ করেই কম্বল নিয়ে হাজির হন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক কাঁথা নিয়ে ঘুমিয়ে থাকা ছিন্নমুল মানুষদের গায়ে পরম মমতায় জড়িয়ে দিয়েছেন একটি করে কম্বল। কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ওইসব ছিন্মমুল। তারা বলেন, স্যারের মতো আরও অনেক বড়লোক মানুষও আছে। তারাও এমন উদ্যোগ নিলে গরীব মানুষ শীত থেকে রেহাই পেত।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, নীলফামারী জেলায় এ পর্যন্ত ১১হাজার ২’শ কম্বল বরাদ্দ পাওয়া গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে। এছাড়া ১৮লাখ টাকা এসেছে সরকারী ভাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ইতোমধ্যে শীতার্তদের মাঝে বিতরণের জন্য আসা কম্বলগুলো বরাদ্দ দেয়া হয়েছে জেলার ছয় উপজেলায়। অসহায় ছিন্নমুল ও ভবঘুরে মানুষদের কম্বল বিতরণ করা হবে। কোন মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেই উদ্যোগ নেয়া হয়েছে।
কম্বল বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত ছিলেন।