শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ, চলছে ভোট গ্রহন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮

মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ, চলছে ভোট গ্রহন

সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া উপজেলা(পটুয়াখালী)প্রতিনিধি

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর,  মহিপুর-আলিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন(২১ ডিসেম্বর)আজ।

 সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে  বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। উৎসবমুখর পরিবেশে ৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৬০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০০০সালের মে মাসে এই শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হযছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের কল্যানে কাজ করে যাচ্ছে।  প্রতি তিন বছর পরপর এই কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

পদ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংখ্যা:

সভাপতি পদে: ৩ জন

সাধারণ সম্পাদক পদে: ২ জন

যুগ্ম সাধারণ সম্পাদক পদে: ২ জন

সাংগঠনিক সম্পাদক পদে: ২ জন

কার্যনির্বাহী সদস্য পদে: ২ জন

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলু গাজী। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মো. সোহাগ হাওলাদার এবং মোঃ জাহিদুল ইসলাম।

নির্বাচন উপলক্ষে শ্রমিক ইউনিয়নের সদস্য এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন চলছে   এমনটাই জানিয়েছেন ভোটার এবং প্রর্থীগন।

এ সম্পর্কিত আরো খবর