রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

১৭বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছি মীর শাহে আলম

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ ডিসেম্বর ২০২৪, ২২:০১

১৭বছর ধরে জুলুম নির্যাতনের শিকার হয়েছি মীর শাহে আলম
রবিউল ইসলাম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি
বগুড়ারশিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নে কুড়াহার দারুসসুন্নাহ্ সালাফিয়া মাদ্রাসায় বাৎসরিক বিরাট ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মীর শাহে আলম তিনি বলেন ১৭
বছর ধরে অনেক জুলুম নির্যাতন ও মামলার শিকার হয়েছি, বিগত ফ্যাসিস স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে মানুষের কথা বলার ও ভোটের অধিকার হরন করেছিল এবং বাংলাদেশর গনতন্ত্রকে ধংস করে একদলীয় শাসনের কায়েম করেছিলেন ,তখন অনেক গুম খুনের শিকার হয়েছিল মানুষ,তিনি আরো বলেন সামনেতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে বিএনপি মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠা করবে,
এবং তিনি আরো বলেন আটমূল ইউনিয়ন আমার প্রিয় জন্মভূমি এই আটমূল ইউনিয়ন বাসী আমাকে অনেক ভালোবাসে,আমিও আমার প্রাণ প্রিয় জন্মভূমি আটমূল ইউনিয়ন বাসীকে  খুব ভালোবাসী গতকাল ১৯ ই ডিসেম্বর(বৃহস্পতিবার) রাতে প্রধান অতিথির বক্তব্যেয় এসব কথা বলেন,পরিশেষে তিনি কুড়াহার দারুসসুন্নাহ্ সালাফিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে দুই লক্ষ টাকা ধান দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব,শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান,শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের,সাবেক শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি এস এম তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়িক মোঃ ফারুক আহমেদ মা ইলেকট্রনিকস শিবগঞ্জ বগুড়া ,আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আটমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু,আটমুল ইউনিয়ন যুবদল সভাপতি ও ইউপি
সদস্য খোরশেদ আলম কাজল,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য  ইকবাল হোসেন বাবু,সাবেক আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন আহমেদ,৩ নং আটমূল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মেঃ জহুরুল ইসলাম,সাবেক আটমূল ইউনিয়নের ৬ নং ওয়াড মেম্বার আঃ হান্নান, আটমূল
শিকারইউনিয়ন মেম্বার মোঃ শাহজাদা এবং বগুড়ার মহাস্থান শাখার অধিনে পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ,শিবগঞ্জ উপশাখার ব্যবস্পানা পরিচালক মোঃ হুমায়ূন কবির আহমেদ আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সাইফুল ইসলাম নান্দুরা,সাংবাদিক রাব্বি হাসান সুমন বেতগাড়ী আলিয়ার হাট শিবগঞ্জ বগুড়া।

এ সম্পর্কিত আরো খবর