শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গাজীপুরের দীর্ঘ ১৭ বছর পর উদ্বোধন হলো বিএনপির কার্যালয়

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ ডিসেম্বর ২০২৪, ২১:১৫

গাজীপুরের দীর্ঘ ১৭ বছর পর উদ্বোধন হলো বিএনপির কার্যালয়
গাজীপুর প্রতিনিধি
ক্ষমতার পালাবদলের প্রায় ১৭ বছর পর গাজীপুরের কালীগঞ্জে উপজেলাও পৌর বিএনপি, অঙ্গ  ও সহযোগী সংগঠনের কার্যালয় কার্যালয় উদ্বোধন করেছে দলটি।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিগঞ্জ সদরের হাসেন আলী মার্কেটে অস্থায়ী ভবনে এই কার্যালয় উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের  উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির  সভাপতি ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন।
বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলম,  খায়রুল হাসান মিন্টু, পৌর বিএনপি’র সভাপতি মো. হোসেন আরমান মাস্টার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান, পৌর
বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মোল্লা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ ফজলুল হক আকন্দ ফজলু, বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাভলু, বিএনপি নেতা কালিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান সহ বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ এ কে এম ফজলুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে কালীগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে কালীগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।

এ সম্পর্কিত আরো খবর