মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বিএনপি সভাপতির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ ডিসেম্বর ২০২৪, ২১:০৫

বিএনপি সভাপতির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 
মজিবর রহমান মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি
কানাডা বিএনপি সভাপতির মঠবাড়িয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
বাংলাদেশী বংশোদ্ভূত কানাডা প্রবাসী বিএনপি’র সভাপতি ব্যারিস্টার আলমগীর হোসাইন এর সাথে পিরোজপুরের মঠবাড়িয়ার  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের সাথে রাজনৈতিক ও স্থানীয় সমস্যা নিয়ে পারস্পরিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)  রাত সাড়ে আটটায় পৌর শহরের ডাকবাংলােতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত  মতবিনিময় সভায় কানাডা বিএনপির সভাপতি ব্যারিস্টার আলমগীর হোসাইন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য প্রদান করেছেন তাতে সুস্পষ্ট কোন কিছুই নেই ।প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বক্তব্যের সাথে কোন মিল নেই।
বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি অন্তর্বর্তীকালীন  সরকারকে দ্রুততম সময়ের মধ্যে  নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আহ্বান  জানান। এ ছাড়া স্থানীয় নানা সমস্যা চিহ্নিত করে তার নিরসনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় মঠবাড়িয়া প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব,সাংবাদিক  সমিতি,রিপোর্টার্স ইউনিটি,সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব মঠবাড়িয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ  সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট ভার্সনের  সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক,মজিবর রহমান

এ সম্পর্কিত আরো খবর