আক্কাছ আলী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা বাজার জনতা ব্যাংক শাখার নতুন ভবনে স্থানান্তর ও শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকাল ৩ টায় বেতকা বাজারস্থ খান প্লাাজায় ব্যাংকের এই শাখার নতুন ভবনে স্থানান্তর করে উদ্বোধন করা হয়।
জনতা ব্যাংক পি এল সি মুন্সীগঞ্জ এরিয়া অফিস এর সহকারী মহাব্যাবস্থাপক আবু আল মামুন এর সভাপতিত্বে বেতকা শাখার ব্যাবস্থাপক মো.গাওসেল আজম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয় এর উপ-মহাব্যাবস্থাপক মো. আব্দুল হাই, ঢাকা দক্ষিণ এর বিভাগীয় কার্যালয় উপ-মহাব্যাবস্থাপক ড. সাহা চঞ্চল কুমার।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, বেতকা ইউনিয়ন বি এন পির সভাপতি কে এম জহিরল ইসলাম লেলিন, বেতকা বাজারের আলুর আরৎদার নুর আলম সিদ্দিক,হাবিবুর রহমান হবি বেপারী,ইউপি সদস্য মনির হোসেন খান রুবেল,কাজী আওলাদ হোসেন,নবী হোসেন,আশ্রাফ হোসেন সুজন,উপজেলার ভিবিন্ন জনতা ব্যাংকের কর্মকর্তাগন।