রাশিমুল হক রিমন, (বরগুনা প্রতিনিধি):
খাবারের লোভ দেখিলে ৯ বছরের প্রতিবন্ধি শিশুকে সিদ্দিক মৃধা (৪০) ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবার এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আমতলী উপজেলার খাকদান গ্রামে।
জানাগেছে, উপজেলার খাকদান গ্রামের ৯ বছরের প্রতিবন্ধি শিশু দোকানে যাচ্ছিল। পথিমধ্যে মুজা মৃধার ছেলে সিদ্দিক মৃধা খাবার কিনে দেয়ার লোভ দেখিলে তার বাড়ীর পাশে জঙ্গলে নিয়ে যায়।
পরে শিশুটিকে ধর্ষণ করেছে বলে পরিবারের অভিযোগ। শিশু বাড়ীতে এসে তার পরিবারকে এ ঘটনা জানায়। তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করেছেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, আমার প্রতিবন্ধি মেয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল। পথিমধ্যে সিদ্দিক মৃধা আমার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান খাঁন বলেন, প্রতিবন্ধি শিশুটির রানে রক্ত লেগে আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, পুলিশের সহযোগীতায় শিশুটিকে বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?