শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‍্যাব

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭

অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে তিন ডাকাত: র‍্যাব

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করা ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে জানান -র‍্যাব ১০ এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার।

ব্যাংকের ভোল্ট ভাঙতে পারেনি ডাকাত দল জানিয়ে তিনি বলেন, ভিতরে আটকাপড়া সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।

পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

এ সম্পর্কিত আরো খবর

১৯ ডিসেম্বর ২০২৪