সাইফুল ইসলাম, কলাপাড়া উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
কুয়াকাটায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মোঃ আনোয়ার হাওলাদার (৫৫)কে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী বাবুল শরীফ নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা পৌরসভার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আনোয়ারের ছেলের জানান, দুপুরে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুল শরিফের সাথে তর্ক হয় এক পর্যায়ে বাবুল শরিফের হাতে থাকা ছুরি দিয়ে মোঃ আনোয়ার হাওলাদারকে মাথায় আঘাত করে।
প্রত্যক্ষদর্শী ইউসুফ আকন্দ বলেন, আনোয়ার হাওলাদার ও বাবুল শরীফের হাতাহাতি দেখে সেখানে যাই, ঘটনাস্থলে যাওয়ার আগেই বাবুল শরিফের হাতে থাকা চাকু দিয়ে আনোয়ার হাওলাদারের মাথায় আঘাত করে।
আমি ও আশেপাশের লোকজন নিয়ে আনোয়ার হাওলাদরকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে যাই। একই সমশ স্থানীয়রা বাবুল শরিফকে আটকে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে তাৎক্ষণিক মহিপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সুত্রে জানাযায়, বাবুল শরীফ এলাকায় চিহ্নিত মাদক সেবনকারী। সে প্রায় সময় মাদক সেবন করে প্রতিবেশীদের সাথে খারাপ আচরন করে। সে কয়েক মাস আগেও এক শিশুকে ধর্ষণের অভিযোগে জেল হাজতে ছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত ওসি তরিকুল ইসলাম জানায়, ঘটনা স্থল থেকে বাবুল শরীফকে আটক করা হয়েছে। থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন আছে। বুধবার সকালে বাবুল শরীফকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।